ফিরল লখিমপুরের স্মৃতি! গুজরাটে বিধায়কের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৬

0
3

উত্তরপ্রদেশের লখিমপুরের পর এবার গুজরাট। বিজেপি শাসিত রাজ্যের আনন্দ জেলায় কংগ্রেস বিধায়কের জামাইয়ের SUV গাড়ির ধাক্কায়  মৃত্যু হল ছয় জনের। মৃতদের মধ্যে তিন জন মহিলা।পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। তাতেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন:ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

গুজরাট পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সোজিত্রা গ্রামের কাছে রাজ্য সড়কে কংগ্রেস বিধায়ক পুনমভাই মাধবভাই পারমারের জামাই কেতন পাধিয়ারের গাড়ি তীব্র গতিতে ধেয়ে আসছিল। তার পরই একটি অটো ও বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটোর চার যাত্রী ও বাইকের দুই আরোহীর মৃত্যু হয়। গাড়ির চালক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা সকলেই সোজিত্রা ও বোরিয়াভি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই পুলিশ কংগ্রেস বিধায়কের জামাইয়ের গাড়ির নম্বরপ্লেট উদ্ধার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, গুজরাটের এই ঘটনা লখিমপুর খেরির ঘটনার স্মৃতি উসকে দিল। গতবছর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে SUV চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে যায় জাতীয় রাজনীতি।