শিবসেনা কার? প্রমাণ করতে ঠাকরের হাতে সময় ১৫ দিন

0
1

আড়াআড়িভাবে ভেঙেছে শিবসেনা(Shiv Sena)। বিজেপির(BJP) সঙ্গে জোট বেঁধে সরকারে বসেছে শিন্ডে শিবির। এদিকে সময় যত গড়াচ্ছে চাপ ততই বাড়ছে শিবসেনা দলের প্রধান এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের(Uddhav Thakre)। শিবসেনা কার তা প্রমাণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে চার সপ্তাহের পরিবর্তে ১৫ দিন সময় দেওয়া হয়েছে ঠাকরেকে। আগামী ২৩ আগস্ট এর মধ্যে সমস্ত সাক্ষ্য-প্রমাণ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উদ্ধব ঠাকরের সমস্যা উত্তরোত্তর বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিবসেনার প্রতীক কার, তা নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে। এছাড়াও এই মামলা বর্তমানে বিচারাধীন দেশের শীর্ষ আদালতে। মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই ঠাকরে অনুরোধ করেছেন যে সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত নির্বাচন কমিশন যেন শিবসেনার প্রতীক নিয়ে কোনও সিদ্ধান্ত না নেয়। শিবসেনা নথিগুলি ফের জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে চার সপ্তাহ সময় চেয়েছিল। যদিও নির্বাচন কমিশন শিবসেনার এই দাবি প্রত্যাখ্যান করে শিবসেনাকে মাত্র দুই সপ্তাহ অর্থাৎ পনের দিন সময় দিয়েছে।

রাজনৈতিক মহল সূত্রের খবর, শিবসেনার অধিকার নিতে গেলে প্রমাণ করতে হবে লোকসভা, বিধানসভা এবং শিবসেনার রাজনৈতিক দলের কাঠামোতে কার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই মত গত জুলাই মাসে শিবসেনার অধিকার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন একনাথ শিন্ডে। যদিও ঠাকরে গোষ্ঠী সেই চিঠির পাল্টা আরও একটি আবেদন জানায়। সরকার হাতছাড়া হলেও শিবসেনার অধিকার নিজেদের পক্ষে রাখতে এবার ১৫ দিনের মধ্যে প্রমাণ দিতে হবে ঠাকরে গোষ্ঠীকে।