Ishan Kishan: এশিয়া কাপে দলে জায়গা হয়নি ইশান কিষানের, সোশ্যাল মিডিয়া আক্ষেপ ঝড়ে পরল ভারতীয় ব‍্যাটারের

0
2

সম্প্রতি ঘোষণা করা হয়েছে ভারতের (India) এশিয়া কাপের (Asia Cup) দল। দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুলের (Kl Rahul) মতন ক্রিকেটাররা। ঘটনাচক্রে এই দলে জায়গা হয়নি দলের আরেক তারকা ব‍্যাটার ইশান কিষানের (Ishan Kishan)। আর দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে ওপেনার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। আর এশিয়া কাপে এবার সুযোগ না পেয়ে আক্ষেপ ঝড়ে পড়ল ইশান কিষানের গলায়।

সোশ্যাল মিডিয়ায় ইশান কিষানের একটি গান উদ্ধৃত করে লেখেন, ‘ব্যথা লাগলেও কখনও নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরম ভাবে, তা হলে আগুন হয়ে সামনে এসো।”

সম্প্রতি জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন ইশান কিষান। দু’টি অর্ধশতরানও করেছেন তিনি। তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে তেমন একটা সুযোগ দেওয়া হয়নি। মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। শেষ ছ’টি ইনিংসে মাত্র রান করেছেন  ৬৫।

আরও পড়ুন:মঙ্গলবার ডায়মন্ড হারবার এফ সি’র বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল