হাওড়ায় হাড়হিম করা ঘটনা, একই পরিবারের চারজনের দেহ উদ্ধার

0
1

হাওড়ায় হাড়হিম করা ঘটনা।পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পল্লবী ঘোষ। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও তার স্বামী, দেবরাজ ঘোষ পলাতক।

আরও পড়ুন:আজ রাখি পূর্ণিমা, জেনে নিন কেন পালিত হয় এই উৎসব

পুলিশ সূত্রের খবর,ধৃত ওই মহিলা তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে  খুন করেন। নৃশংস এই ঘটনার খবর পেতেই  ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জেরায় ধৃত মহিলা খুনের কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে,জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ধৃত ওই মহিলা জানায়, শৌচাগারে জলের কল খুলে রাখার জেরেই ভাসুর ও জা-এর সঙ্গে বিবাদ শুরু হয়। তারপর সেই রাগের বহিঃপ্রকাশের জেরে তিনি পরিবারের চারজনকে খুন করে।