Gujrat: হিরে-সোনা দিয়ে তৈরি মহামূল্যবান রাখির খোঁজ মিলল সুরাটে

0
2

আজ রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব। সম্প্রীতি আর ভালবাসার সম্পর্ককে উদযাপনের দিন। মিষ্টি মুখ আর উপহার দেওয়া নেওয়া। ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেয় বোন। সেই রাখির মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। কিন্তু তাই বলে হিরে (Diamond), মানিক, সোনা (Gold),রুপো (Silver) দিয়ে তৈরি রাখির কথা শুনেছেন কখনোও? চাক্ষুষ করতে গেলে, আপনাকে যেতে হবে সুরাটে (Surat)।

৪০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকার রাখির সম্ভার নিয়ে পসরা সাজিয়েছেন সুরাটের এক গয়না বিক্রেতা দীপক ভাই চোকসি (Deepak Bhai Choksi)। এই বছর বিভিন্ন দামি ধাতুর রাখি তৈরি করেছেন তিনি। তবে সব থেকে বেশি নজর কেড়েছে সোনার রাখি (Gold Rakhi)। ব্রোঞ্জ এবং রুপো দিয়েও রাখি বানিয়েছেন তিনি। বাদ পরেনি হিরের রাখিও (Diamond Rakhi)। সোনার মহামূল্যবান রাখির দাম প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও তাতে হিরে বসিয়ে শ্রীবৃদ্ধি করা হয়েছে। সেখানে আবার ‘ওম’ শব্দ টি লেখা হয়েছে। স্বভাবতই ভাইরাল হয়েছে এই বিশেষ রাখি। তবে শুধু এক দিনের জন্য এত দামি রাখি কেন কিনবেন মানুষ? দীপক জানাচ্ছেন, আজকের জন্য রাখি হিসেবে ব্যবহার করা হলেও এটি পরবর্তীতে বাহুবন্ধনী হিসেবেও পরা যেতে পারে। গুজরাটের গয়নার দোকানের এই সোনা-রুপো, মণি-মুক্ত দিয়ে তৈরি রাখি ইতিমধ্যেই সবার নজর কেড়েছে।