দলগঠনে চমক ইমামি ইস্টবেঙ্গলের, লাল-হলুদে কমলজিৎ

0
1

দলগঠনে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ( Emami Eastbengal)। বৃহস্পতিবার তারা সই করাল তিন ফুটবলারকে। গোলরক্ষক কমলজিৎ সিং, ফরোয়ার্ড সুমিত পাসি এবং ডিফেন্ডার লালচুংগুঙ্গাকে সই করল লাল-হলুদ। ওড়িশা এফসি থেকে ট্রান্সফার ফি দিয়ে কমলজিৎকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।

আইএসএলে এখনও পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন কমলজিৎ। তার মধ্যে ১২টি ম্যাচ ওড়িশার হয়ে খেলেছেন তিনি। ভারতের জাতীয় দলের শিবিরেও আগে ডাক পেয়েছেন কমলজিৎ। ওড়িশা ছাড়াও আইএসএলে এফসি পুণে সিটি এবং হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন কমলজিৎ। এদিকে সরকারিভাবে ২৭ বছর বয়সি ফরোয়ার্ড সুমিত পাসি ও ২১ বছর বয়সি ডিফেন্ডার লালচুংগুঙ্গাকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। গত কয়েক দিন ধরেই ইস্টবেঙ্গলের অনুশীলনেই ছিলেন এই দুই ফুটবলার।

গত মরশুমে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন সুমিত পাসি। এদিকে লালচুংগুঙ্গা গত মরশুমে খেলেছিলেন শ্রীনিধি ডেকান এফসির হয়ে। লালচুংগুঙ্গা গত মরশুমের আইলিগের সেরা দলে জায়গা পেয়েছিলেন।

আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটেই শেষ মরশুমের প্রথম ডার্বির অনলাইন টিকিট