ডুরান্ড কাপে (Durand Cup) খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। আগামী ১৬ আগস্ট ডায়মন্ড হারবার এফ সি’র (DHFC) বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে, নৈহাটি গোল্ড কাপের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বুধবার সন্ধ্যায় লাল-হলুদের তরফে জানানো হয়েছে, ১৬ আগস্ট নৈহাটি গোল্ড কাপে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে নামবেন সৌভিক চক্রবর্তী, ভি পি সুহের, সুভাশিস রাই চৌধুরীরা। এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে লাল-হলুদ শিবিরে। স্টিফেন কনস্ট্যাটাইনের নেতৃত্বে জোর কদমে চলছে অনুশীলন। ডুরান্ডে নামার আগে দলকে দেখে নিতে চান স্টিফেন।
বুধবার বিকেলে ফুটবলারদের নিশানা নিখুঁত করার উপরে জোর দিয়েছিলেন লাল-হলুদের হেডস্যার। পেনাল্টি বক্সের সামনে বল বসিয়ে সুহেরদের নির্দেশ দিয়েছিলেন, ক্রসবারে মারার। গত শনিবার পায়ে চোট পাওয়া বুধবার পুরোদমে অনুশীলন করতে পারেননি সার্থক গুলুই।
এদিকে সূত্রের খবর এক বিদেশি ডিফেন্ডার এবং বিদেশি এক মিডফিল্ডারকে ইতিমধ্যে চুড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল।