শারীরিক পরিস্থিতির অবনতি!ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

0
2

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷  রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে চিকিৎসায় আংশিক সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷

বুধবার রাতেই ক্যাথেটারাইজেশন ল্যাবে অ্যাঞ্জিওগ্র্যাফি করা হয় তাঁর ৷ তবে আপাতত তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে ৷রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। জনপ্রিয়তা পেতে শুরু করেন আটের দশকের শেষের দিকে থেকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মানুষকে হাসাতে তাঁর জুড়ি মেলা ভার।

বর্তমানে তিনি উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।ছোট পর্দা এবং মঞ্চের পাশাপাশি বলিউডেও চেনা মুখ রাজু। অভিনয় করেছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’র মতো ছবিতে। ‘বিগ বস’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। ৫৯ বছর বয়সি এই কমেডিয়ান দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ সেখানে জিম করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷