ঝাড়খণ্ডের (Jharkhand) ধৃত ৩ কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার, এই কারণে তাঁদের জামিনের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) অভিযুক্ত ৩ বিধায়ককে বিশেষ আদালতে পেশের নির্দেশ দেন। শুক্রবার, সকাল ১১টায় ফের মামলার শুনানি।
বুধবারই ঝাড়খণ্ড বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় রাজ্যকে কেস ডায়েরি (Case Diary) জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানায়, কোনও মামলায় যদি দেখা যায় ৭ বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেই ধরনের মামলার শুনানি শুধুমাত্র ডিভিশন বেঞ্চই হয়। মামলাকারীদের তরফে বৃহস্পতিবারই হাইকোর্টে বক্তব্য পেশ করেন আইনজীবী শেখর বসু। আর তারপরই আদালত সাফ জানিয়ে দেয় জামিনের আবেদন প্রক্রিয়া নিয়মমাফিক হয়নি। আর সেইমতো মামলাকারীদের আইনজীবীকে শুক্রবার হাইকোর্টে নতুন ভাবে জামিনের আবেদন জানাতে নির্দেশ দেন বিচারপতি।
৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড তিন কংগ্রেস বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।