১) ডুরান্ড কাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। ১৬ আগস্ট নৈহাটি গোল্ড কাপে খেলবে লাল-হলুদ ব্রিগেড।

২) স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। জাতীয় পতাকা উত্তোলন তো হবেই, অভিনব পদ্ধতিতে ভারতীয় তেরঙা প্রদর্শিত হবে ইডেনে।
৩) বুধবার বিকেলে মোহনবাগানের নবসজ্জিত তাঁবুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানানো হল ঢাক-ঢোল বাজিয়েই। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মমতা এলেন সবুজ-মেরুন তাঁবুতে।মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
৪) কমনওয়েলথ গেমসে সোনা জিতে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছেন ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। তাঁকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়া, বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ব্রোঞ্জ জিতেছেন। তাঁকে দু’লক্ষ টাকা দেওয়া হবে।

৫) আগামী মরশুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে ২৮ আগস্ট। ডুরান্ড কাপে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সূত্রের খবর, সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে চলেছে খেলা।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ














































































































































