CBI-কে বিস্ফোরক চিঠি অনুব্রতর! তদন্তকারী অফিসারকে নিয়ে কী জানালেন তিনি?

0
1

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির “লুকোচুরি”র মধ্যেই CBI-কে। বিস্ফোরক চিঠি দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আইনজীবী মারফৎ ই-মেইল করে এই চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন: অনুব্রতর বাড়ির চত্বরে CBI টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও ব্যাঙ্ক কর্মী

চিঠিতে তিনি লিখেছেন, সংশ্লিষ্ট মামলায় CBI তদন্তকারী অফিসারের আচরণে তিনি ‘‘মর্মাহত’’। তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের ব্যবহার ‘‘অমানবিক’’ বলেও চিঠিতে ব্যাখ্যা করেছেন অনুব্রত। কিন্তু কেন? অনুব্রত CBI-কে দেওয়া তাঁর চিঠির ব্যাখ্যায় লিখেছেন, গত রবিবার অসুস্থ শরীরে প্রায় ২০০ কিলোমিটার
জার্নি করে কলকাতায় যান। এরপর সোমবার SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ওই রাতেই ফের বোলপুরের বাড়িতে ফেরেন। তার মাঝে তদন্তকারীদের চিঠি দিয়ে জানিয়ে দেন অসুস্থতার কারণে এখনই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিছুদিন সময় চেয়ে নেন তিনি। বেশ কয়েক বছর তিনি যে অসুস্থ, সেটা তদন্তকারীদেরও অজানা নয়। তারপরও বুধবার ফের তাঁকে ডাকা হয় কলকাতায়। তদন্তকারী অফিসারের এমন “অমানবিক” ব্যবহারের জন্যই তিনি “মর্মাহত”।

অনুব্রত চিঠিতে আরও জানান, তিনি একজন প্রবীণ নাগরিক। আইনের শাসন মেনে তিনি আগেও তদন্তে সহযোগিতা করেছেন। নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন। চিকিৎসার পূর্ণাঙ্গ রিপোর্টও তদন্তকারীদের দিয়েছেন। এখন তাঁর কিছুদিন বিশ্রাম প্রয়োজন। তিনি গরু পাচারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবুও একটু সুস্থ হয়েই তদন্তকারীদের মুখোমুখি হবেন আগের মতোই। কিন্তু তদন্তকারীরা যে আচরণ করছেন সেটা “অমানবিক”, এমন হেনস্থায় একজন প্রবীণ মানুষ হিসেবে তিনি “মর্মাহত”।