গরুপাচার মামলায় সাক্ষী হিসেবে ১০ বার তলব করা হয়েছিল। কিন্তু মাত্র একবার নিজাম প্যালেসে এসে চি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বাকি ৯ বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর বৃহস্পতিবার সাতসকালে অনুব্রতর বোলপুরের (Bolpur) বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ঘন্টাখানেকের টানটান উত্তেজনার পর তাঁকে আটক করে নিয়ে যায় সিবিআই (CBI) .
তখন থেকেই সকলের নজর ছিল অনুব্রতকে নিয়ে কোথাও যায় CBI। প্রথমে মনে করা হচ্ছিল দুর্গাপুরে CBI-এর অস্থায়ী অফিসে নিয়ে যাওয়া হবে। আবার অনেকে মনে করছিলেন, গ্রেফতার দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর তোলা হবে আসানসোল আদালতে। তারপর CBI হেফাজতে চাইবে, এবং হেফাজত পেলে নিয়ে আসা হতে পারে কলকাতার নিজাম প্যালেসে।
কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কনভয় অনুব্রতকে নিয়ে দুর্গাপুর ছাড়িয়ে শীতলপুর গেস্ট হাউসে পৌঁছায়। গোটা গেস্ট হাউস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।এখানেই গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।













































































































































