অনুব্রতর বাড়ির চত্বরে CBI টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও ব্যাঙ্ক কর্মী

0
1

বুধবার মধ্য রাতেই সিবিআইয়ের আধিকারিকদের একটি বড় দল বোলপুর পৌঁছেছে। পাশাপাশি সিবিআই যে সরকারি গেস্ট হাউসে উঠেছে সেখানে বৃহস্পতিবার সকালেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডাকা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকেও। অনুব্রত মণ্ডলের বাড়ির চত্বরে পৌঁছে গিয়েছে তাঁরা। তবে কী আজ অনুব্রতর বাড়িতেই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের?

আরও পড়ুন:অনুব্রতকে বাগে আনতে বুধবার গভীর রাতে বোলপুরে সিবিআই আধিকারিকরা!

জানা গিয়েছে, মোট পাঁচটি গাড়িতে সিবিআই আধিকারিকরা বুধবার রাতে বোলপুরে এসে পৌঁছন৷ এর মধ্যে তিনটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে এব‌ং দু’টি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছে বলেও সূত্রের খবর। বোলপুরের কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউসে উঠেছেন সিবিআই কর্তারা।

প্রসঙ্গত, বুধবার নিজাম প্যালেসে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবীরা কিছুটা সময় চেয়ে নিয়েছেন। সেই জন্যেই কী কঠোর পদক্ষেপ নিতে চলেছে সিবিআই?