SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলা: এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই

0
1

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। বুধবার, এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই (CBI)। দফায় দফায় জেরা করার পরে শান্তিপ্রসাদ সিন্‌হা (Shantiprasad Sinha) এবং অশোক সাহাকে (Ashok Saha) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দায়ের করা এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। চতুর্থ নাম ছিল অশোক সাহার।

সিবিআই সূত্রে খবর, বুধবার, দফায় জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহা। তথ্য গোপন করছিলেন। এবার তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।