কথায় আছে অতি ভক্তি চোরের (Thief) লক্ষণ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral Video) যা দেখে একই কথা বলতে বাধ্য হবেন আপনিও। মধ্যপ্রদেশের জব্বলপুরের (Jabalpur) একটি মন্দিরে (Temple) চুরি করার আগে সেই ভক্তিই যেন উথলে উঠল চোরের। সোনা-গয়না ও মন্দিরের প্রণামী বাক্স নিয়ে যাওয়ার আগে চোরকে বিগ্রহের সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গিয়েছে।
তবে মন্দিরের সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে চোরের সমস্ত কাজকর্ম। চুরির কায়দা ও চোরের ভক্তিশ্রদ্ধা নিয়ে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, খালি গায়ে মুখ ঢেকে মন্দিরে এল চোর। তারপর সটান বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম সারল। এগিয়ে গেল প্রণামী বাক্সের দিকে। এরপর হাত সাফাই করে মন্দির থেকে গায়েব চোর। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধু প্রণামী বাক্স বা বিগ্রহের গয়নাই নয়, মন্দিরের দু’টি ঘণ্টাও চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে চোরকে চিহ্নিত করার চেষ্টা করছে জব্বলপুর থানার পুলিশ (Jabbalpur Police)।
ঘটনার ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের। কেউ কেউ বলেছেন অতিভক্তি চোরের লক্ষণ। আবার কেউ বলছেন হয়তো দোষের আগে প্রার্থনা করছে চোর। আর যাই হোক গুরু দণ্ড তাঁকে যেন ভগবান না দেন।












 
































































































































