অষ্টম বার বিহারের মুখ্যমন্ত্রী(chief minister) পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar), পাশাপাশি মহাজোটের অংকে উপমুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডি(RJD) নেতা তেজস্বী যাদব(Tejaswi Yadav)। দায়িত্ব নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন নীতীশ-তেজস্বী।
বুধবার বিহারের রাজভবনে শপথ নিয়েই নরেন্দ্র মোদি ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীতীশ। বলে দিলেন, ‘২০১৪ সালে মোদি জিতেছেন। কিন্তু ২০২৪ সালে জিতবেন কি?’ নীতীশের এই মহা গটবন্ধন সরকার টিকবে না বলে সম্প্রতি চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। এরই পাল্টা দিয়ে নীতীশ বলেন, “আমার প্রাক্তন সঙ্গীরা সেখানে পৌঁছবে, যেখানে তারা ২০১৫ সালের বিধানসভা ভোটে ছিল।”
নীতীশের পাশাপাশি শপথ গ্রহণের পর কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন, “দেশ যা চায় বিহার তা করে দেখালো। আমাদের শপথ গ্রহণ সেই লক্ষ্যেই। আমাদের লড়াই বেকারত্বের বিরুদ্ধে। আমাদের মুখ্যমন্ত্রী যুবসমাজ ও গরিবদের প্রতি সহানুভূতিশীল। এক মাসের মধ্যেই আমরা গরিব ও যুবকদের বিপুল পরিমাণ চাকরির ব্যবস্থা করব। আমরা এমন কিছু করব যা আগে কখনো হয়নি।