ভিক্টোরিয়ায় টাকা তছরুপ, গ্রেফতার কেন্দ্রীয় সরকারি কর্মচারী

0
1

ভিক্টোরিয়ায় টিকিট বিক্রিতে তছরুপ। আর এই কেলেঙ্কারিতে হেস্টিংস থানার পুলিশ কেন্দ্রীয় সরকারী এক কর্মচারীকে গ্রেফতার করেছে। ধৃত ওই কর্মীর নাম স্বপন দে। তাঁকে আদালতে তোলা হলে ২০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তিনি কি একাই এই তছরুপের সঙ্গে জড়িত নাকি তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত আছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:অত্যন্ত সংকটজনক বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

প্রসঙ্গত,ভিক্টোরিয়ার কিউরেটর টিকিট বিক্রির টাকার গরমিল দেখে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ভিক্টোরিয়ার টিকিট এবং অ্যানুয়াল পাস বিক্রির দায়িত্ব ছিল অভিযুক্তর উপর। প্রাথমিকভাবে দেখা যায়, টিকিট বিক্রির প্রায় ১২ লক্ষ টাকা হদিশ মিলছে না। পরে এই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৩ লক্ষ টাকা।

সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্ত শেষে পুলিশ দেখে গতও কয়েকবছরে টিকিট বিক্রির হিসাবে ব্যাপক গড়মিল রয়েছে। এরপরই জিজ্ঞাসাবাদ শুরু হয়। রবিবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।