বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিলেন নীতীশ কুমার

0
2

জল্পনা অবশেষে সত্যি হল। বিহারের মুখ্যমন্ত্রী(chief minister) পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিলেন নীতীশ কুমার(Nitish Kumar)। এদিন রাজ্যপাল ফাগু চৌহানের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন নীতীশ। অর্থাৎ বিহারে(Bihar) যে সরকার পতন ঘটছে তা কার্যত নিশ্চিত।

এদিন ইস্তফাপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানান, তাঁর দলের সব সাংসদ এবং বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বলার অপেক্ষা রাখে না মন্ত্রিসভা ভেঙে গেল। মন্ত্রিত্ব হারালেন ১৬ জন বিজেপি বিধায়কও। রাজভবনে ইস্তফা পত্র জমা দেওয়ার পর সোজা তেজস্বী যাদব এবং রাবড়ি দেবীর বাসভবনে গিয়েছেন নীতীশ কুমার। ইতিমধ্যেই আরজেডি (RJD), জেডিইউ এবং কংগ্রেসের (Congress) মধ্যে সরকার গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সারা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে নীতীশকে মুখ্যমন্ত্রী পদে দেখেই গঠিত হবে নয়া সরকার। পাশাপাশি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন আরজেডির বিধায়ক।

প্রসঙ্গত ২০১৭ সাল পর্যন্ত, RJD-এর তেজস্বী যাদব এবং তাঁর দাদা তেজ প্রতাপ যাদব নীতীশ কুমারের সরকারে মন্ত্রী ছিলেন। জেডিইউ, লালু যাদবের দল আরজেডি এবং কংগ্রেসের সহায়তায় এই সরকার গঠিত হয়েছিল। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই জোট গড়েছিলেন নীতীশ কুমাপ। পরে তিনি তেজস্বী এবং তার ভাই তেজ প্রতাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জোট ত্যাগ করেন এবং বিজেপি জোটে ফিরে আসেন।