জগদীপ ধনকড়ের পর বাংলার পরবর্তী রাজ্যপাল কে হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে সদ্য অবসর নেওয়া দিল্লির পুলিশ কমিশনার
রাকেশ আস্থানাকে বাংলার রাজ্যপাল হিসেবে পাঠাতে পারেন ।তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র অত্যন্ত পছন্দের ব্যক্তি।তাই আস্থানাকে নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।
বর্তমানে মণিপুরের রাজ্যপাল লা গণেশন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব শীঘ্রই বাংলার জন্য স্থায়ী রাজ্যপাল পাঠাতে চাইছে কেন্দ্র। সেক্ষেত্রে মোদি সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং কড়া কোনও ব্যক্তিকেই কেন্দ্র সরকার পাঠাতে চাইছে এমন কথাও শোনা গিয়েছে।
প্রসঙ্গত, আস্থানা ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা NCB–র ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্বেও তিনি রয়েছেন। ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের মতো বেশি কয়েকটি হাই-প্রোফাইল মামলার দায়িত্বে ছিলেন আস্থানা। এছাড়া ১৯৯৭ সালে পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতারও করেছিলেন। টেলিফোনের টুজি কেলেঙ্কারির তদন্তও তাঁর কৃতিত্ব।