হাসপাতালের “রেফার রোগ’ সারাতে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের

0
1

অযথা রোগী রেফার করার প্রবণতায় হ্রাস টানতে কড়া ব্যবস্থা রাজ্য সরকারের। এখন থেকে প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে (Medical College) রোগী ভর্তি সংক্রান্ত তথ্য অনলাইনে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে (Website) আপলোড করতে হবে। সমস্ত হাসপাতালের এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ভাবে সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে বলে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন। ওই পোর্টালের (Portal) মাধ্যমে হাসপাতালগুলির কাজকর্মের উপর সরাসরি নজরদারি করা হবে। একই সঙ্গে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্যও পোর্টালে আপলো়ড করতে হবে।

যে সব তথ্য জানাতে হবে-

•কোনও রোগীকে রেফার করা হলেও কারণ-সহ তা সেখানে উল্লেখ করতে হবে।
•হাসপাতালে কতগুলি অ্যাম্বুল্যান্স রোগী পরিবহনে কাজ করছে এধরণের পরিকাঠামো গত বিষয়গুলিও স্বাস্থ্য দফতরকে জানাতে হবে।
সহকারি সুপার পদমর্যাদার একজন আধিকারিক এই পোর্টাল সংক্রান্ত বিষয়টি দেখবেন। এই নির্দেশ জরুরি ভিত্তিতে কার্যকর করতে স্বাস্থ্য দফর সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল এবং হাসপাতাল সুপারদের নির্দেশ দিয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে রোগী রেফারের সংখ্যা নিয়ে চিন্তিত নবান্ন। ইতিমধ্যে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। কড়া পদক্ষেপের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে দেখা যায় রাজ্যের ৫ জেলায় রেফারের সংখ্যা ক্রমশ বেড়েছে। যা নিয়ে চিন্তিত নবান্ন। গত জুলাই মাসে রাজ্য স্বাস্থ্য দফতর সমীক্ষা করে রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টে রাজ্যের ৫ জেলায় উদ্বেগজনকভাবে রেফার বেড়েছে বলে তথ্য মিলেছে। নবান্ন সূত্রে খবর, বসিরহাট স্বাস্থ্য জেলা, মালদহ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম এই পাঁচ জেলায় রোগী রেফার করার প্রবণতা সবচেয়ে বেশি। নবান্ন সূত্রে খবর, বসিরহাট স্বাস্থ্য জেলার ক্ষেত্রে ৭.৯১ শতাংশ, মালদহ জেলায় ৭.৫৫ শতাংশ, বাঁকুড়া জেলায় ৭.৩৮ শতাংশ, পশ্চিম মেদিনীপুর জেলায় ৭.২৪ শতাংশ এবং বীরভূম জেলায় ৬.০১ শতাংশ। ওই জেলাগুলিতে কেন এত রেফার? তা বিশেষ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা ও পুরুলিয়া এই পাঁচ জেলাতে রোগীদের অন্য হাসপাতালে রেফার করার প্রবণতা কম। যা আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- GYM: জিম করতে গিয়ে বুকে ব্যথা, হাসপাতালে মৃত্যু বাঁশদ্রোণীর তরুণীর