গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন আম্পায়ার রুডি কোয়ার্টজেন (Rudi Koertzen)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে রিভারসেলেক কাছে মুখোমুখি গাড়ি সংঘর্ষে মৃত্যু হয়েছে রুডির আরও তিন সঙ্গীর। প্রাক্তন আম্পায়ারের ছেলে কোয়ার্টজেন জুনিয়র বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, ছুটি কাটিয়ে কেপটাউন থেকে বাড়ি ফিরছিলেন কোয়ার্টজেন। তাঁর বাড়ি নেলসন ম্যান্ডেলা বে-তে। একটি রেডিয়ো সাক্ষাৎকারে কোয়ার্টজেনের ছেলে জানিয়েছেন যে তাঁর বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এদিন রুডি কোয়ার্টজেন ছেলে কোয়ার্টজেন জুনিয়র বলেন, “বন্ধুদের সঙ্গে গলফ খেলতে গিয়েছিলেন বাবা। ওদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু ওরা বোধ হয় অন্য কোথাও গলফ খেলতে চলে গেল।”
১৯৯২ সালে প্রথম আম্পায়ারিং শুরু করেন কোয়ার্টজেন। ২০১০ সাল পর্যন্ত আম্পায়ারিং করেন তিনি। ২০০৩ এবং ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন কোয়ার্টজেন। ধীর গতিতে আঙুল তুলে আউট দিতেন তিনি। ১০৮টি টেস্ট এবং ২০৯টি এক দিনের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন কোয়ার্টজেন। ১৪টি টি-২০ ম্যাচেও আম্পায়ারিং করেছেন কোয়ার্টজেন।
আরও পড়ুন:এই ‘লাকি চার্ম’-এর কারণে কমনওয়েলথ গেমসে পদক জয়’, বললেন প্রিয়াঙ্কা