এই ‘লাকি চার্ম’-এর কারণে কমনওয়েলথ গেমসে পদক জয়’, বললেন প্রিয়াঙ্কা

0
6

সদ‍্য সমাপ্ত হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। সেই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় রেস ওয়াকে ভারতের হয়ে ইতিহাস তৈরি করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০,০০০ মিটারের ইভেন্টে রুপো জিতেছেন ভারতের এই মহিলা অ্যাথলিট। আর প্রিয়াঙ্কাকে এই প্রতিযোগিতা জিততে নাকি সাহায্য করেছেন তাঁর ‘লাকি চার্ম’। আর তাঁর ‘লাকি চার্ম’ হলেন ‘গোপাল ঠাকুর’। কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতে এমনটাই জানালেন প্রিয়াঙ্কা গোস্বামী।

এক সাক্ষাৎকারের প্রিয়াঙ্কা বলেন,” আমার কাছে রয়েছেন ‘গোপাল ঠাকুর’। আমি সবসময় যে কোনও প্রতিযোগিতাতেই যাই না কেন ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যাই। ওঁনার জন্যই আমি পদক জিতলাম।”

এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন, “যে সব দেশে আমি টুর্নামেন্টে খেলেছি, সেই সব দেশের পতাকার রঙে আমি আমার নখকে রাঙিয়েছি। আমার নখে ইংল্যান্ডের পতাকা রয়েছে কমনওয়েলথ গেমসের কারণে। জাপানের পতাকা রয়েছে অলিম্পিক্সের। আমার হাতে রয়েছে স্পেন-সহ বিভিন্ন দেশের পতাকা কারণ এইসব দেশে আমি টুর্নামেন্টে লড়াই করেছি।”

‘গোপাল ঠাকুর’-এর পরম ভক্ত প্রিয়াঙ্কা সবসময় তাঁর একটি ছোটো মূর্তি নিজের সঙ্গে রাখেন। যেখানেই যান, সেখানেই গোপাল ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যান বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। রুপো জয়ের পরবর্তীতে এক সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কার বলেন, লাকি চার্মের কারণেই তাঁর পক্ষে এই রুপো জয় সম্ভব হয়েছে।

আরও পড়ুন:বর্ষসেরা পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ফুটবলার মনীষা কল্যাণ