Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন বিরাট কোহলি। সাম্প্রতিক কালে বেশ কিছু সিরিজে বিশ্রাম নিয়েছিলেন তিনি। অপরদিকে দলে ফিরলেন কে এল রাহুল।

২) কমনওয়েলথ গেমসে সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের। সোমবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংদের।

৩) কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের পর এবার টেবিল টেনিস থেকেও এল সোনা। সোমবার টেবিল টেনিসে সোনার পদক জিতলেন অচিন্তা শরথ কমল। ফাইনালে তিনি হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে।

৪) কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জয় পিভি সিন্ধুর। ফাইনালে তিনি হারালেন কানাডার মিশেল লি-কে। ম‍্যাচে ফলাফল ২১-১৫, ২১-১৩। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন ভারতীয় এই শাটলার।

৫) কমনওয়েলথ গেমসে ব‍্যাডমিন্টনে ফের সোনা জয় ভারতের। সোমবার গেমসে পিভি সিন্ধু পর ভারতকে সোনা এনে দিলেন লক্ষ্য সেন। পিছিয়ে থেকেও কমনওয়েলথ গেমসে সোনা জয় লক্ষ্যর। ফাইনালে তিনি হারালেন মালয়শিয়ার শাটলার ইয়ংকে। ম‍্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-১৬ ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ