মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন বিজেপি(BJP) নেতা। যোগীরাজ্যে এহেন কাণ্ডে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সরকারের (BJP government) দিকে। এবার দোষীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নেতা শ্রীকান্ত ত্যাগীকে (Shrikant Tyagi) মিরাটে (Meerut) তাঁর এক সঙ্গীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করেন শ্রীকান্ত ত্যাগী (Shrikant Tyagi) নামের অভিযুক্ত ব্যক্তি। তিনি নয়ডার গ্র্যান্ড ওমেক্সা সোসাইটির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নয়ডার এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা যায় তিনি গ্র্যান্ড ওমেক্সা সোসাইটির আবাসনের ভিতরে একটি পার্কের কিছু অংশ বেআইনি ভাবে দখল করেন এবং সেখানে ব্যক্তিগত স্বার্থে গাছ লাগানোর উদ্যোগ নেন। তাতেই বাধা দিতে এগিয়ে আসেন এক স্থানীয় মহিলা। এরপর শুরু হয় বাদানুবাদ তারপরেই মেজাজ হারিয়ে ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন শ্রীকান্ত বলে অভিযোগ। পাশাপাশি শারীরিক নিগ্রহ করা হয় মহিলাকে। এরপর ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পালিয়ে যাওয়ার ছক কষতে থাকেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই মিরাটের শ্রদ্ধাপুরি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।













































































































































