5G স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আর এখানে সবচেয়ে বেশি দৌড় দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা জিও। শীঘ্রই দেশে চালু হবে 5G। তবে 6G চালু করতেও দেরি করতে চায় না সরকার। এবার তেমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিং চৌহান।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মোটামুটি এক মাসের মধ্যে দেশে 5G মোবাইল পরিষেবা চালু হবে। যা প্রতিটি সেক্টরে উন্নয়নের প্রভাব বাড়াবে। একটি 6G প্রযুক্তি উদ্ভাবনী গ্রুপও সেট-আপ করা হয়েছে, যা দেশীয় 6G-র উন্নয়নে কাজ করবে।” তিনি আরও বলেন, সরকার দেশীয় নকশা, উন্নয়ন ও উন্নত টেলিকম প্রযুক্তির প্রচার করছে। এক্ষেত্রে সরকার একটি সম্পূর্ণ দেশীয় 5G টেস্ট বেড তৈরি করেছে, যা 5G নেটওয়ার্ক উপাদানগুলি পরীক্ষা করতে সাহায্য করবে।
টেলিকমিউনিকেশন বিভাগ বলছে, 5G পরিষেবা চালু হলে তার গতি 4G-এর চেয়ে 10 গুণ বেশি হবে। সেটি আরও দ্রুত কন্টেন্ট ডাউনলোড করবে। এছাড়া নেটওয়ার্কের মানও উন্নত হবে। 5G চালুর পরপরই 6G পরিষেবা চালুর তৎপরতা শুরু করে দিল কেন্দ্রীয় সরকার।














































































































































