লক্ষ‍্য’র লক্ষ‍্যপূরণ, কমনওয়েলথ গেমসে জিতলেন সোনা

0
1

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) ব‍্যাডমিন্টনে ফের সোনা জয় ভারতের (India)। সোমবার গেমসে পিভি সিন্ধু (PV Sindhu) পর ভারতকে সোনা এনে দিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। পিছিয়ে থেকেও কমনওয়েলথ গেমসে সোনা জয় লক্ষ্যর। ফাইনালে তিনি হারালেন মালয়শিয়ার শাটলার ইয়ংকে। ম‍্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-১৬ ।

প্রথম থেকেই প্রত্যেক পয়েন্টের জন্য লড়তে দেখা যায় লক্ষ্য সেন ও মালয়শিয়ার শাটলার ইয়ংকে। প্রথম গেমে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ম‍্যাচে ফিরে আসেন লক্ষ্য। দ্বিতীয় গেমে দারুণভাবে এগিয়ে যান লক্ষ্য। ইয়ংকে কার্যত নাস্তানাবুদ করে ৯-২১ ব্যবধানে জিতে নেন লক্ষ্য। আনফোর্সড এরর কম করে দ্বিতীয় গেমে বাজিমাত করেন ভারতীয় এই শাটলার।

তৃতীয় গেমের শুরুতেই দুই পয়েন্ট হারিয়ে বসেন লক্ষ্য। ফের কামব্যাক করেন তিনি। দ্বিতীয় পয়েন্টের লড়াইয়ে লম্বা র‍্যালি হয়। যদিও শেষ হাসি হাসেন লক্ষ্য। ফের লম্বা র‍্যালিতে পঞ্চম পয়েন্টও তুলে নেন ভারতীয় শাটলার। তৃতীয় গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে রান লক্ষ্য।  সেখান থেকে পরপর দুই পয়েন্ট তুলে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও পারেননি ইয়ং।

আরও পড়ুন:স্বপ্নপূরণ, কমনওয়েলথ গেমসে সোনা জয় সিন্ধুর