কমনওয়েলথ গেমসে সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের

0
1

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের (India men’s Hockey Team)। সোমবার ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৭-০ গোলে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংদের।

রবিবার পুরুষ হকির ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল হরমনপ্রীতদের। এদিন ম্যাচের শুরু থেকেই পুরোপুরি আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়া। ম‍্যাচে এদিন গোলের মুখই খুলতে পারল না টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। প্রথমার্ধেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পরে টিম ইন্ডিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে অস্ট্রেলিয়া। জয় নিশ্চিত হওয়ার পরেও অস্ট্রেলিয়া আক্রমণের তীব্রতা কমায়নি। ৪২ মিনিটে ৬-০ করে অস্ট্রেলিয়া। ৪৬ মিনিটে আসে অজিদের সপ্তম গোল।

আরও পড়ুন:লক্ষ‍্য’র লক্ষ‍্যপূরণ, কমনওয়েলথ গেমসে জিতলেন সোনা