কমনওয়েলথ গেমসের ফাইনালে পিভি সিন্ধু

0
3

কমনওয়েলথ গেমসের ( Commonwealth Games) ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার সেমিফাইনালে সিন্ধু হারালেন সিঙ্গাপুরের জিয়া মিন ইয়োকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৭ । এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে সোনার পদকের দিকে আরও এক ধাপ এগালেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) পদক জয়ী এই শাটলার।

এদিন সিন্ধু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন সিঙ্গাপুরের প্রতিযোগীর বিরুদ্ধে। ম‍্যাচের প্রথমে দুরন্ত লড়াই শুরু করেন ইয়োকে। তবে এরপরই কামব‍্যাক করেন সিন্ধু। প্রথম গেম সিন্ধু লড়াই করে ২১-১৮ জিতে নেয়। সিন্ধু প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমেও চেঞ্জওভারে ১১-৯ এগিয়ে যান। শেষের দিকে ২১-১৭ করেন তিনি।

এই জয়ের ফলে এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু।

আরও পড়ুন:রবিবার কমনওয়েলথে ভারতের সোনা জয়ের হ‍্যাটট্রিক, সোনার পদক জয় এল্ডহোস পল-নীতু-অমিত পঙ্ঘলের