মর্মান্তিক ! বালিগঞ্জে মহিলা পথচারীকে পিষে মারল বিলাসবহুল গাড়ি

0
2

বালিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু! বালিগঞ্জ সার্কুলার রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু। মহিলা পথচারীকে পিষে মারল বিলাসবহুল গাড়ি। পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে মহিলা পথচারীকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি ।

রবিবারের ফাঁকা রাস্তায় প্রায় ১০০ কিমি গতিতে ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন এক তরুণী।মৃত মহিলা পথচারীর নাম ষষ্ঠী দাস, বয়স ৪৫ বছর। কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের মতো ব্যস্ত রাস্তায় কীভাবে এত গতিতে গাড়ি চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে আটক করেছে।