গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টে যাচ্ছে পরিবার

0
1

গল্ফগ্রিনে যুবকের রহস্য মৃত্যুতে সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি পরিবারের। সোমবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যাচ্ছে তারা। পরিবারের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। কিন্তু ওই যুবককে যে মাদকাসক্ত সেকথা জানিয়েছিল পরিবারই। দীপঙ্কর সাহার (Dipankar Saha) থানা থেকে বেরনোর ফুটেজ প্রকাশ করেছে পুলিশ (Police)। একই সঙ্গে কড়া পদক্ষেপ করেছে লালবাজার। ক্লোজ করা হয়েছে ২ পুলিশ কর্মী ও ১ সিভিক ভলেন্টিয়ারকে।

মৃতের পরিবারের অভিযোগ, ৩১ জুলাই দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতেই বাড়ি ফিরে আসেন দীপঙ্কর। শুক্রবার ভোরে এম আর বাঙুর মৃত্যু হয় বছর চৌত্রিশের দীপঙ্করের।

এই ঘটনায় ২ পুলিশকর্মী-সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত দীপঙ্করের পরিবার। অভিযোগ অস্বীকার করলেও, FIR-এ নাম থাকায় ২ পুলিশ কর্মী গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি এবং এক সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করেছে লালবাজার। তবে, পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় মৃতের পরিবার। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার।