করোনা (Corona) নিয়ে কিছুটা স্বস্তি মিলল আজকেও। দৈনিক সংক্রমণ ২০ হাজারের নিচে থাকায় উদ্বেগ কমল বিশেষজ্ঞদের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। পাশাপাশি দৈনিক আক্রান্তের (Daily Infection) সংখ্যাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। যদিও দেশের ৭ রাজ্য নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রের (Central Government)। চিঠি দিয়ে সতর্ক করল নয়া দিল্লি (New delhi)।
দেশের করোনা গ্রাফ বেশ কিছুটা নিম্নমুখী হলেও দিল্লি (Delhi), কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে নিয়ে চিন্তা কমছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৩৩ জনে। দেশের মোট করোনা সংক্রমণ প্রায় ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজারের মতো। রাজধানীর করোনা সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের করোনা পরিসংখ্যান।










































































































































