রক্তের দাগ মুছছে না তালিবানের(Taliban) দখলে থাকা আফগানিস্তানে(Afganistan)। শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জনবহুল রাজধানী কাবুল(Kabul)। ঘটনায় ৮জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫০ জন। ভয়াবহ এই জঙ্গি হামলার দায়ী স্বীকার করেছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(IS)।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়। উল্লেখ্য, কাবুলে দীর্ঘদিন ধরেই সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নিশানায় শিয়া সম্প্রদায়। কাবুল পুলিশ সূত্রের খবর, রাজধানীর জনবহুল এলাকায় বিরাট মাপের প্রাণহানির চেষ্টায় বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এক তালিবান নেতাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, একটি সবজির গাড়িতে বিস্ফোরক রেখেছিল জঙ্গিরা। ভিড়ে ঠাসা এলাকায় বিস্ফোরণে হতাহতের সংখ্যা ৫০। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে কাবুল দখল করে তালিবান (Taliban)। মার্কিন ফৌজ বিদায় নিলেও আখুন্দজাদার সংগঠনের মাথাব্যথার কারণ হয়ে ওঠে আইএস। মার্কিন ফৌজ সরে যাওয়ার পর কাবুল বিমানবন্দর-সহ একাধিক তালিবান নেতার উপর হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসানের জঙ্গিরা। গত মে মাসে পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ। তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় ন’জনের। আহত হন কমপক্ষে ১৫ জন। ওই অঞ্চলের তালিবান কমান্ডার মহম্মদ আসিফ ওয়াজারি রয়টার্সকে জানায়, মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত। এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা। ওই মাসেই কাবুলের হজরত জাকারিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত ৩০ জনের।











































































































































