কুয়োয় মরণঝাঁপ মায়ের, প্রাণ গেল ১ মাসের শিশু-সহ ৪ সন্তানের

0
1

পারিবারিক আশান্তির (Family Problem) জের! আর তার রেশ ধরেই ৪ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন এক তরুণী। রাজস্থানের আজমের জেলার মঙ্গলিওয়াস থানা এলাকার ঘটনা। ঘটনায় ৪ শিশুই প্রাণ হারিয়েছে বলে খবর। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১ মাস বলে জানিয়েছে পুলিশ। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই তরুণী। বর্তমানে তাঁকে হাসপাতালে (Hospitalised) ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বছর ৩২ এর তরুণীর নাম মাতিয়া। স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তির জেরে শুক্রবার তিনি তাঁর সন্তানদের নিয়ে গভীর কুয়োয় ঝাঁপ দেন বলে অভিযোগ। তবে কুয়োর জলে পড়ে প্রাণ হারায় ৪ বছর বয়সী কোমল, ৩ বছরের রিঙ্কু, মাত্র ২২ মাসের রাজবীর ও ১ মাস বয়সী দেবরাজের। এদিকে শুক্রবার রাতেই গুরুতর আহত অবস্থায় তরুণী মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুদের কুয়ো থেকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। যদিও পুলিশ সূত্রে খবর, কুয়োতেই প্রাণ হারায় ৪ শিশু। মৃতদের দেহ ময়নাতদন্তের (Post Mortem Report) জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে মামলা দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, ভগবানপুরে অভিযুক্তর স্ত্রী-ছেলে-মেয়েকে মারধর