বাগুইআটিতে নববধূর রহস্যমৃত্যুতে গুরুতর অভিযোগ পরিবারের, গ্রেফতার স্বামী

0
2

বাগুইআটিতে(Baguiati) নববিবাহিত তরুণীর(Newly married woman) রহস্যমৃত্যুর ঘটনায় স্বামী কৌস্তভ সরকারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, রাতে বহুতলের নীচে থেকে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তিতাস নন্দী নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই কৌস্তভের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিতাসের পরিবার।

আরও পড়ুন- রিসর্ট বানাতে জমি চেয়ে চাপ, রাজস্থানে আত্মঘাতী সাধু

মাত্র ১ মাস আগেই বিয়ে হয়েছিল তিতাস-কৌস্তভের। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর থেকেই তাঁর স্বামী-স্ত্রীর অশান্তি লেগে থাকত। ওই আবাসনেই থাকেন মৃতার মাসি। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন বহুতলের ছাদ থেকে তাঁর বোনঝিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন কৌস্তভ। তরুণীর স্বামীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তর কঠিন শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।