পার্কস্ট্রিটে ভারতীয় জাদুঘরের ভিতরে সিআইএসএফের ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় মৃত্যু এএসআই পদমর্যাদার পুলিশ রঞ্জিত কুমার ষড়ঙ্গীর। আহত হয়েছেন এসিপি পদমর্যাদার পুলিশ সুবীর ঘোষ। তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। যিনি গুলি চালিয়েছেন সেই হেড কনন্সটেবল এ কে মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, সন্ধে সাড়ে ৬টা নাগাদ জাদুঘরের কাছে গুলি চলে। সূত্রের খবর, ওই বারাকে গুলি চালান হেড কনস্টেবল। তাঁর বাড়ি ওড়িশায়। কয়েকদিন আগেই তাঁর পিতৃবিয়োগ হয়। কিন্তু তিনি ছুটি পাননি বলে অভিযোগ। পর পর ১৫ রাউন্ড তিনি গুলি চালান বলে জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। যান পুলিশ কমিশনার ও অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। চত্বরের আলো নিভিয়ে মিশ্রর সঙ্গে কথা বলতে থাকেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত শর্ত দেন, নিরস্ত্র অবস্থায় বারাকে ঢুকতে হবে পুলিশকে। সেই মতো তাঁরা ভেতরে ঢোকেন। দেড় ঘণ্টার অপারেশনের পরে মিশ্রকে গ্রেফতার করা হয়। বিনীত গোয়েল জানান, কী কারণে এই গুলি চলল তা তদন্ত করে দেখা হবে। ঘটনায় প্রথামিক ভাবে আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন- বিপুল ব্যবধানে জয়, ভারতের নয়া উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়





































































































































