Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) কুস্তিতে সোনা জিতলেন দীপক পুনিয়াও। ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ পয়েন্টে হারালেন তিনি। কমনওয়েলথ গেমসে এই প্রথম সোনা জিতলেন হরিয়ানার কুস্তিগির।

২) কমনওয়েলথ গেমসে ফের সোনার পদক জয় বজরং পুনিয়ার। শুক্রবার ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন ভারতীয় এই কুস্তিগির।

৩) বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের কুস্তি থেকে ভারতকে পদক এনে দিলেন সাক্ষী মালিক। মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগে সোনা জেতেন সাক্ষী। চলতি কমনওয়েলথ গেমসের কুস্তিতে এটি ভারতের তৃতীয় সোনা।

৪) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশকে ৫-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে একাই চারটি গোল করে জয়ের নায়ক গুরকিরত।

৫) শনিবার বিকেল মিনি ডার্বি। নৈহাটি গোল্ডকাপে প্রস্তুতি ম‍্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি নামছে মহামেডান স্পোর্টিং। প্রথম ডার্বি নিয়ে উচ্ছসিত দুই দলের ফুটবলাররা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ