মাত্র কয়েক ঘণ্টা!তারপরই বন্ধ থাকবে এসবিআইয়ের ব্যাঙ্কিং পরিষেবা, সেরে নিন কাজ

0
1
আড়াই ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্যুইট করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ৫ আগস্ট রাত ১টা ১৫ মিনিট থেকে ভোররাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকতে চলেছে তাদের পরিষেবা। জানা গিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কিং সার্ভিসের প্রযুক্তিগত পরিকাঠামো দেখভাল করা হবে। সেই কারণেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ওই আড়াই ঘণ্টা INB / YONO / YONO Lite / YONO Business / UPI – এই সমস্ত ধরনের পরিষেবাই বন্ধ থাকবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু অনেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার, তাঁদের কথা ভেবেই রাতের দিকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর জেরে পরিষেবা বন্ধ থাকলেও খানিকটা কম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের। যদিও আগাম ট্যুইটে সতর্কবার্তা দিয়ে দেওয়ায় গ্রাহকদের খুব বেশি সমস্যা হবে না বলে অনুমান ।
প্রসঙ্গত, সম্প্রতি গ্রাহকদের জন্য একটি দারুণ পরিষেবা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে ব্যাঙ্কে বা অন্য অ্যাপে যেতে হবে না গ্রাহকদের। বরং স্টেট ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই। সম্প্রতি ব্যাঙ্কের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। সেই ক্ষেত্রে ৯০২২৬৯০২২৬ নম্বরে ‘Hi’লিখে পাঠাতে হবে গ্রাহককে।