কমনওয়েলথ গেমসে বিভ্রাট, নিরাপত্তাজনীত কারণে খালি করে দেওয়া হল কুস্তির স্টেডিয়াম : সূত্র

0
1

কমনওয়েলথ গেমসে বিভ্রাট। গেমসে ম‍্যাচ চলাকালীন মাঝপথেই খালি করে দেওয়া হয় কুস্তির স্টেডিয়াম। সূত্রের খবর, নিরাপত্তাজনীত কারণে খালি করে দেওয়া হয় স্টেডিয়াম। জানা যায় স্টেডিয়ামের ছাদে লাগানো স্পিকার খুলে পড়ে। আর সেই কারণেই ন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কতৃপক্ষের তরফ থেকে।

জানা যায়, চেয়ারম্যানের পাশে স্পিকারটি খুলে পড়ে। সূত্রের খবর, বিভিন্ন খেলার ফল ঘোষণা করার জন্য ওই স্পিকার লাগানো ছিল। স্টেডিয়ামে এই ঘটনার পরেই কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করা হয়। এছাড়াও জানা যাচ্ছে, ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া সেই সময় সবে নিজের লড়াই জিতেছেন।

এই নিয়ে কুস্তির স্টেডিয়ামে থাকা এক কোচ এক সর্বভারতীয় সংবাদসংস্থা বলেন, “সকলে নিরাপদে আছে। আয়োজকরা খুঁটিয়ে দেখছে কোনও রকম ত্রুটি রয়েছে কি না।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা