করোনার মাঝেই মাঙ্কিপক্সে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের মাকাবিলায় তৎপর পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই সংক্রমিতদের জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন:ফের মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস দিল্লিতে, সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯
মাঙ্কিপক্স রুখতে আগেভাগেই সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে। যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হবেন এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শুধু কলকাতাতেই নয় পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।প্রতিটি জেলার অন্তত একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে যাতে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে, এমন কারও হদিশ মিললে তাঁর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।







 
 
 
 
 
 
































































































































