কম খরচে ‘ সাইলেন্ট টু সাউন্ড ‘ – এর পথ দেখাল পিয়ারলেস হাসপাতাল

0
3

পিয়ারলেস হাসপাতালের ইএনটি বিভাগের অন্তর্গত হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ বিভিন্ন বিরল চিকিৎসার পাশাপাশি উন্নত প্রযুক্তির কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিতে এক নতুন পথের দিশারি। এই সার্জারি শ্রবণ প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এক সুস্থ জীবন প্রদানে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

পিয়ারলেস হাসপাতাল পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ ম্যান্ডিবল রিপ্লেসমেন্ট এবং পুনর্গঠন সার্জারি উপস্থাপন করেছে। এর জন্য তারা গর্বিত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।চিকিৎসক সৌভনিক শতপথি জানিয়েছেন,  পিয়ারলেস হাসপাতাল পূর্ব ভারতে প্রথম সম্পূর্ণ ম্যান্ডিবল রিপ্লেসমেন্ট এবং পুনর্গঠন সার্জারি পরিচালনা করেছে একজন প্রবীন নাগরিকের ওপর। ওই রোগী অত্যন্ত ডায়বেটিক ছিলেন। নিম্ন চোয়ালের অস্টিওমাইলাইটিসে ভুগছিলেন, যার ফলে তার সম্পূর্ণ নিম্ন চোয়ালের পচন হয়ে গিয়েছিল। পিয়ারলেস হাসপাতালের ‘মডুলার ওটি কমপ্লেক্সে’ বারো ঘণ্টা অস্ত্রোপাচারে রোগীর পা থেকে হাড় নিয়ে এবং পূর্বপরিকল্পিতভাবে তৈরি টাইটানিয়াম অ্যালুমিনিয়াম মিশ্রণের বানানো রিকনস্ট্রাকশন প্লেট দিয়ে সম্পূর্ণ নতুন করে নিম্ন চোয়াল তৈরি করা হয়।

আরও পড়ুন- ফের উল্টোডাঙা উড়ালপুলে ফাটল! পরিদর্শনে কেএমডিএ

‘ মূক ও বধির ‘ এর তকমা থেকে বেরিয়ে নতুন করে আরও পাঁচ জন সাধারণ মানুষের মতো সাধারণ জীবনে ফিরে যাবার জন্য পিয়ারলেস হাসপাতালের কক্লিয়ার ইমপ্ল্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসক মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য বিশেষ উদ্যোগ নেন। কক্লিয়ার ইমপ্ল্যান্টেশন শুধুমাত্র অস্ত্রোপচারে সীমাবদ্ধ নয়। শ্রবণের যাত্রা এর মাধ্যমে  শুরু হয় বলে জানিয়েছেন চিকিরসকরা।