সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাছন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি (Rainfall In Kolkata)। তবু গুমোট অস্বস্তিকর গরম থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে ভ্যাপসা গরম বজায় থাকছে। তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির
কলকাতায় দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। যদিও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও বজায় থাকবে গুমোট ভাব। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। এছাড়াও ১০ থেকে ১১ কিলোমিটার বেগে হাওয়া বইবে শহরে।
আশা জাগিয়েও তেমনভাবে বৃষ্টি (Rainfall Forecast) হচ্ছে না দক্ষিণবঙ্গে। ঘাটতি থেকেই যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়াতেও।









































































































































