Canada: চকোলেট চেখে সাড়ে ৬ লক্ষ টাকা রোজগার !

0
1

চকোলেট (Chocolate) খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এবার সেই চকোলেট প্রেমই আপনাকে এনে দিতে পারে স্বপ্নের চাকরি, মাইনে হতে পারে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। ভাবতে একটু অবাক লাগছে? তাহলে এবার খোলসা করে বলা যাক। আসলে ‘চিফ ক্যান্ডি অফিসার’ (Chief Candy Officer) পদের জন্য লোক খুঁজছে কানাডার (Canada) এক চকোলেট প্রস্তুতকারী সংস্থা। কাজ হল প্রায় ৩৫০০ ধরনের ক্যান্ডি ও চকোলেটের স্বাদ পরীক্ষা করা। অর্থাৎ টেস্টার হিসেবে কাজ, মানে চোখে দেখবেন চেখে দেখবেন আর পকেটে টাকা আসবে।

আসলে কানাডার এক চকোলেট প্রস্তুতকারী সংস্থা নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ‘চিফ ক্যান্ডি অফিসার’ পদের জন্য যোগ্য ব্যক্তি খুঁজছে তাঁরা। নানা স্বাদের চকোলেট খেয়ে তার স্বাদ সম্পর্কে নিশ্চিত করতে হবে। মাসিক বেতন প্রায় ৬.৫ লক্ষ টাকা। কাজ একটাই, প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার চকোলেট খেয়ে তাঁর গুণগত মান পরীক্ষা করতে হবে। ঐ ব্যক্তির মতামতের ভিত্তিতেই ঠিক হবে সংস্থা কোন ধরনের চকোলেট তৈরি করবে। তাহলেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কাজ। আর সবথেকে মজার কথা হল আবেদন করতে পারেন পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ । যাদের বয়স ৫ বছরের কম তাঁদের ক্ষেত্রে আবেদনকারী হতে পারেন অভিভাবকরাও। তবে শর্ত একটাই খাদ্যে অ্যালার্জি থাকলে আবেদন করতে পারবেন না আপনি। আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট ২০২২। আপাতত সংস্থার টরোন্টো কিংবা নিউ জার্সির অফিসেই পোস্টিং।