রক্ষকই ভক্ষক! হুগলির গ্রামীণ পুলিশের পুরশুড়া থানার ওসির আসরফ আলি মোল্লার (Asraf Ali Molla) বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন স্ত্রী বনশ্রী হাজরা (Banashree Hazra)। স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুরশুড়া থানার ওসির বিরুদ্ধে।

অন্যায়ের প্রতিরোধ করে আইন প্রতিষ্ঠিত করাই পুলিশের কাজ। কিন্তু পুরশুড়া থানার ওসির কাণ্ড দেখে নিন্দার ঝড় উঠেছে। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে পুলিশের কাছে একাধিক মামলা করেও কোন সুরাহা পাননি বলে অভিযোগ বনশ্রী হাজরার। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আসরফ আলির দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছেন ওই মহিলা।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী







































































































































