India Team: বদলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম‍্যাচের সময়, জেনে নিন কখন হবে এই ম‍্যাচ

0
7

বদলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India- West Indies) তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচের সময়। মঙ্গলবার রাত সাড়ে ন’টায় হবে এই ম‍্যাচ। কারণ হিসাবে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই দেরিতে ম্যাচ শুরু হওয়ার কথা জানান হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে।

সোমবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামে রোহিত শর্মার দল। সেই ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারে টিম ইন্ডিয়া। এই হারের ফলে সিরিজে সমতা ফেরায় ক‍্যারিবিয়ানরা। সোমবার দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হয় দেরিতে। রাত আটটার বদলে ম‍্যাচ শুরু হয় এগারোটায়। কারণ হিসাবে বলা হয়েছে, ক্রিকেটারদের ব্যাগ ঠিক সময় না আসায় খেলা শুরু করা যায়নি। এদিকে মঙ্গলবার ফের খেলতে নামবে দুই দেশ। সিরিজের তৃতীয় টি-২০ ম‍্যাচে নামবে তারা। এই অবস্থায় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই তৃতীয় টি-২০ ম‍্যাচ দেরিতে শুরু হবে বলে জানান হল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।

সোমবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৩৮ রান করে ভারতীয় দল। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ক‍্যারিবিয়ানরা। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য ভারত অধিনায়ক রোহিত শর্মার।

আরও পড়ুন:সোমবার মধ‍্যরাতে ভারোত্তলনে ব্রোঞ্জ পদক জয় হরজিন্দরের