অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

0
1

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের (NT Rama Rao) মেয়ে উমা মাহেশ্বরির (Uma Maheshwari) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হায়দরাবাদের জুবলি হিলসের নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য‌ দেহ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন উমা মাহেশ্বরী। তবে মৃতের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই তাঁর রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

তেলেগুদেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের ১২ সন্তানের মধ্যে একজন উমাদেবী। তিনি আবার অন্ধ্রপ্রদেশের আরেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্যালিকা। উমাদেবীর পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদের কারণেই এমন পদক্ষেপ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।