মার্কিন ড্রোন হামলায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী, জানালেন বাইডেন

0
1

মার্কিন ড্রোন হামলায় কাবুলে নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন:নিজের জীবন দিয়েও জঙ্গিকে ধরিয়ে দিল আর্মি ডগ অ্যাক্সেল

এদিন ট্যুইটে বাইডেন লেখেন,  ‘শনিবার আমার নির্দেশে কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের:আয়মান আল-জাওয়াহিরি। যথার্থ বিচার হয়েছে।’

 

আরও একটি ট্যুইটে বাইডেন লেখেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’

আমেরিকার সেনার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে জওয়াহিরির। এর পরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন।