ক্ষত সারিয়ে উত্থান শেয়ার বাজারের, এদিনও ২০ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

0
1

?সেনসেক্স ৫৮,১৩৬.৩৬ (⬆️ ০.০৪%)

?নিফটি ১৭,৩৪৫.৪৫ (⬆️ ০.০৩%)

ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েক সপ্তাহে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার সামান্য হলেও উর্ধ্বমুখী হল বাজার। এদিন ২০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাশাপাশি নিফটি বেড়েছে ৫ পয়েন্ট।

কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর চলতি সপ্তাহে আশার আলো দেখাচ্ছে দেশের বাজার। এদিনও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার বাজার বন্ধের সময় দেখা যায় অতীতের ধাক্কা সামলে ২০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২০.৮৬ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,১৩৬.৩৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(NSE Nifty) ৫.৪০ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৪৫.৪৫।