লালবাতির ব্যবহারে আইন ভাঙলে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, অনুব্রত মামলায় জিজ্ঞাসা হাইকোর্টের

0
1

লালবাতির ব্যবহার নিয়ে আইন ভাঙলে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য,জানতে চাইল হাইকোর্ট। মাত্র ৫০০ টাকা জরিমানা করলেই কি অপরাধ করে পার পাওয়া যায় ? লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তোলে৷
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি৷ এদিন তিনি বলেন, ‘রাজ্যের রিপোর্টে কারা লালবাতি ব্যবহার করতে পারে তা কিছুই পরিষ্কার করে লেখা নেই৷’ এদিন রাজ্যের আইনজীবী অর্নিবাণ রায় জানান, অনুব্রত গাড়ি থেকে ইতিমধ্যেই লালবাতি খুলে দিয়েছেন৷

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন
গরু পাচার মামলায় সম্প্রতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ যেদিন তাঁকে ডাকা হয়, সেদিনই এসএসকেএমে ভর্তি হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ হাসপাতালে যে গাড়ি থেকে তিনি নেমেছিলেন সেই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি৷সরকারি পদাধিকারী না হয়েও অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে অনেকেই আপত্তি তোলেন৷ পরে হাইকোর্টে দায়ের হয় মামলা৷
মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, অনুব্রত মণ্ডল লালবাতি লাগানো গাড়িতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন৷ অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া উচিত বলে দাবি করেন তিনি৷এরপরই বিচারপতি বেশ কিছু প্রশ্ন উথ্থাপন করেন। তিনি জানতে চান, লালবাতি গাড়ি ব্যবহার করা নিয়ে রাজ্যের কী আইন রয়েছে? জেলা সভাপতি কি লালবাতি গাড়ি ব্যবহার করতে পারেন?