প্রশাসনিক কাজের সুবিধার জন্য দীর্ঘদিন ধরেই বড় জেলা ভেঙে নতুন জেলা করার কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধানত হয়। বৈঠকের পরে, মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও ৭টি নতুন জেলা হবে। এই নিয়ে বাংলায় মোটে জেলার সংখ্যা দাঁড়াল ৩০।

৭ টি নতুন জেলা-
কান্দি
বহরমপুর
রানাঘাট
বিষ্ণুপুর
সুন্দরবন
ইছামতি
বসিরহাট (এখনও নাম ঠিক হয়নি)

আরও পড়ুন:অর্পিতাকে চোখে হারাতেন পার্থ! দেখা না হলেই মেজাজ থাকতো খিটখিটে
















































































































































