সাতসকালে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার থেকে জলপাইগুড়ির জল্পেশ মন্দির যাওয়ার পথে। দুর্ঘটনাগ্রস্তরা সকলেই কোচবিহারের শীতকুচির বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:ঝাড়খণ্ডে সরকার ফেলতে ১০ কোটি টাকার ডিল, কংগ্রেস বিধায়কদের সঙ্গে ছিল টোকেন মানি! তীব্র আক্রমণ তৃণমূলের
পুলিশ সূত্রের খবর, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পরই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচৈতন্যে হয়ে পড়তে দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ইতিমধ্যেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা।









































































































































